সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান
গান-৫
টৌড়ি।
ত্রিতাল
অপার করুণা তোমার, জগতের জনকজননী, অখিল বিধাতা।
নিশায় অসহায় থাকি যবে, নিদ্রা নাহি তব।
কী দিব তোমায়, কী আছে আমার॥
সব মোর লও তুমি, প্রাণ হৃদয় মন।
তোমা বিনা চাহি না, চাহি না কিছু
আর—
সম্পদ বিষসম, তোমায় ছাড়িয়ে।
না জানি, কি রস পায় বিষরসে, তোমারে ভুলিয়ে॥
গ্রন্থভূক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড।
কাঙালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
২.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, দ্বিতীয় গান [সাধারণ ব্রাহ্মসমাজ, (৬ই ভাদ্র ১৪০৩, আগস্ট ১৯৯৬
খ্রিষ্টাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়
সত্যেন্দ্রনাথ ঠাকুরের রচিত গান।
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: টৌড়ি।
তাল: ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ।
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত
গ্রহস্বর: সা