সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান
গান-৬
জয়জয়ন্তী।
চৌতাল
জননী সমান করেন পালন, সবে বাঁধি আপন স্নেহগুণে।
মাতার হৃদয়ে ছিলেন স্নেহনীর, দুগ্ধ দিলেন মাতার স্তনে॥
পাপী তাপী সাধু অসাধু, দিবেন সবারে মঙ্গলছায়া,
কে বা জানে কত সুখরত্ন দিবেন মাতা, লয়ে তাঁর অমৃতনিকেতন॥
গ্রন্থভূক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড।
কাঙালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
২.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, সপ্তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ, (৬ই ভাদ্র ১৪০৩, আগস্ট ১৯৯৬
খ্রিষ্টাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়
সত্যেন্দ্রনাথ ঠাকুরের রচিত গান।
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: জয়জয়ন্তী।
তাল: চৌতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ।
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: মধ্য
গ্রহস্বর: মা