সত্যেন্দ্রনাথ
ঠাকুরের গান
৭
মিশ্র। একতাল
জয় দেব, জয় দেব, জয় মঙ্গলদাতা, জয় জয় মঙ্গলদাতা;
সঙ্কট-ভয়-দুখ-ত্রাতা, বিশ্বভূবন-পাতা, জয় দেব, জয় দেব॥
অচিন্ত্য অনন্ত অপার, নাহি তব উপমা, প্রভু নাহি তব উপমা;
বিশ্বেশ্বর ব্যাপক বিভু, চিন্ময় পরমাত্মা, জয় দেব, জয় দেব।
জয় জগবন্দ্য দয়াল, প্রণমি তব চরণে, প্রভু প্রণমি তব চরণে;
পরমশরণ তুমি হে জীবন মরণে, জয় দেব, জয় দেব।
জগ-তারণ দীনেশ, সুখশান্তিদাতা, প্রভু সুখশান্তিদাতা;
শরণাগত-বৎসল তুমি, পরম পিতা মাতা, জয় দেব, জয় দেব।
আপনা-প্রতি নিরখি না দেখি নিস্তার, প্রভু না দেখি নিস্তার;
একমাত্র ভরসা হে করুণা তোমার, জয় দেব, জয় দেব।
শত অপরাধী আমরা, পাপ ক্ষমা করো হে, প্রভু পাপ ক্ষমা কর হে;
তব প্রসাদ লাভে প্রভু, পাপ তাপ না রহে, জয় দেব, জয় দেব।
মিলিয়ে ভক্তসমাজ, মাগি বরাভয় দান, প্রভু মাগি বরাভয় দান;
কৃপা করি এ কৃপাময় দাও চরণে স্থান, জয় দেব, জয় দেব।
কি আর যাচিব আমরা, করি হে এ মিনতি, প্রভু করি হে এ মিনতি;
এ লোকে সুমতি দাও,পরলোকে সুগতি, জয় দেব, জয় দেব॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ৫ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ) ] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার :
স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরানী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র
তাল:
একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর : সপা