সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান

                             ৮

                       ভৈরবী। ঝাঁপতাল

 

            তৎসৎ ব্রহ্মপদ প্রণমি হে দণ্ডবৎ।

        শ্রবণ করো করুণা করি প্রভু এ স্তুতি-গীত ত্বরিত

শান্তি-সুধা সর্বভুবন বিস্তারো, ইচ্ছা তোমারি হউক সফল হে;

অনীতি দুর্মতি করি অপহৃত, পুণ্য সললি বরিষ, বরিষ অমৃত

প্রাণের প্রাণ তুমি হৃদয়ের স্বামী, বিকশিত করো আসি হৃদয়কমল হে;

প্রেম-সুধা দাও চিত্ত-চকোরে, প্রসাদ-বিন্দুর তরে প্রাণ তৃষিত

সর্বজ্ঞ সর্বসাক্ষী পুরাণ, কি আর জানাব, জানিছ সকলি হে,

ভক্তবৎসল  তুমি, ভক্ত এই যাচে, মোচন করো সর্ব দুরিত দুষ্কৃত

কাতর হইয়ে এসেছি তব দ্বারে, দীন হীন সবে মলিন দুর্বল হে;

বিঘ্ন-বিনাশন পতিত-পাবন, দেখাও দেখাও হে তব পূণ্যপথ

বিশ্ব-নিয়ন্তা বিভু ন্যায়-সিন্ধু, ইচ্চা তোমারি হউক সফল হে;

দিব্য পিতা প্রভু পরমকৃপাময়, বিতর সবে শান্তি সুমতি সতত

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ৬ষ্ঠ গান। [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ, ১৪০৭)]


প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার :

স্বরলিপিকার : কাঙালীচরণ সেন
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: ভৈরবী

তাল:  ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: দা