সতেন্দ্রনাথ ঠাকুরের গান

                              ৫

                    খট । সুরফাঁকতাল

 

মঙ্গল তোমার নাম,            মঙ্গল তোমার ধাম,

    মঙ্গল তোমার কার্য, তুমি মঙ্গল-নিদান

অকূল ভব-সাগরে            অনুদিন তুমি সহায়,

    পাপ-তিমির নাশি বিতর কল্যাণ

দুর্বল হৃদয় মোর,            আশ্রয় কর দান,

    দুর্গম পথ তরাও, দাও হে পরিত্রাণ।

দুর্জয় রিপু-দ্বন্দ্বে            অন্তরে বাহিরে,

    এ সঙ্কটে ধ্রুব নেতা, তুমি কর বিজয় দান

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ৫ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]

. ব্রহ্মসংগীত-স্বরলিপি ৪র্থ খণ্ড।

প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার :

স্বরলিপিকার :
কাঙ্গালীচরণ সেন
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: খট

তাল: সুরফাঁকতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: মধ্যলয় বা-ঢিমা

গ্রহস্বর: ঋ