[শ্রবণ নমুনা]: ভারতী দাস]
সৌদামিনী দেবীর গান
১
রামকেলী। ঝাঁপতাল
প্রভু পূজিব তোমারে আজি বড়ো আছে আকিঞ্চন,
হৃদয়-কবাট খুলি পেতেছি মন আসন॥
ভক্তির গেঁথেছি হার, দিব আজি উপহার,
প্রেমের চন্দন ছিটা এই মাত্র আয়োজন॥
নয়নের অশ্রু দিয়ে ধোব হে তব চরণ,
জানি তুমি দয়াময় ভক্তে দিবে দরশন।
এসো হে দিনবন্ধু, এসো করুণার সিন্ধু,
বিতরি প্রসাদ-বিন্দু সফল কর জীবন॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১৯ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২. শতগান, ৯১ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ] সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিলো।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার:
শতগান,
গ্রন্থে গানটি সুর হিসেবে উল্লেখ আছে
হিন্দুস্থানী।
স্বরলিপিকার:
কাঙালীচরণ সেন [ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১৯ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
সরলাদেবী [শতগান, সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ]
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: রামকেলী। তাল: ঝাঁপতাল [ব্রহ্মসঙ্গীত স্বরলিপি [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
রাগ: ভৈরোঁ। তাল: ঝাঁপতাল। [শতগান, সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ]
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত
গ্রহস্বর:
গা [ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ১৯ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
সা [শতগান, সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ]