কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ১
গ্রন্থ: অন্নদামঙ্গল
 
           মিশ্র রামকেলী—দ্রুতত্রিতালী।
    শিবনাম বল রে জীব বদনে ।
    যদি আনন্দে যাবে শিবসদনে॥
শিবনাম লয়ে মুখে, তরিব সকল দুখে,
    দমন করিব সুখে শমনে ।
শিবগুণ কী কহিবো, কোথায় তুলনা দিবো,
    ‌জীব শিব হয় শিবসেবনে॥
শিব শিব বলে যেই, এই দেহে শিব সেই,
    শিব নিজপদ দেই সে জনে।
কাতরে করুণা করো, পাপ তাপ সব হরো,
    ভারতে রাখহু হর ভজনে॥ 


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।