মিশ্র রামকেলী—দ্রুতত্রিতালী।
শিবনাম বল রে জীব বদনে ।
যদি আনন্দে যাবে শিবসদনে॥
শিবনাম লয়ে মুখে, তরিব সকল দুখে,
দমন করিব সুখে শমনে ।
শিবগুণ কী কহিবো, কোথায় তুলনা দিবো,
জীব শিব হয় শিবসেবনে॥
শিব শিব বলে যেই, এই দেহে শিব সেই,
শিব নিজপদ দেই সে জনে।
কাতরে করুণা করো, পাপ তাপ সব হরো,
ভারতে রাখহু হর ভজনে॥