কথা: ভারতচন্দ্র
রায়গুণাকর
গান: ১০।
গ্রন্থ: অন্নদামঙ্গল
ঝিঝিট - ঠুংরি
কী এ নিরুপম, শোভা মনোরম,
হরগৌরী এক শরীরে।
শ্বেত পীত কায়, রাঙা দুটি পায়,
নিছনি লইয়া মরি রে॥
আধো বাঘছাল ভালো বিরাজে,
আধো পটাম্বর সুন্দর সাজে,
আধো মণিময় কিঙ্কিণি বাজে,
আধো ফণী ফণা ধরি রে।
আধোই হৃদয়ে হাড়ের মালা,
আধো মণিময় হার উজালা,
আধো গলে শোভে গরল কালা,
আধোই সুধামাধুরী রে॥
এক হাতে শোভে ফণিভূষণ,
এক হাতে শোভে মণি কঙ্কণ,
আধো মুখে ভাং ধুতুরা ভক্ষণ,
আধোই তাম্বুল পুরি রে।
ভাঙে ঢুলুঢুলু এক লোচন,
কজ্জলে উজ্জ্বল এক নয়ন,
আধো ভালে হরিতাল সুশোভন,
আধোই সিন্দূর পুরি রে॥
কপাললোচন আধোই আধে,
মিলন হইল বড়ই সাধে,
দুই ভাই অগ্নি এক অবাধে,
হইল প্রণয় করি রে।
দোঁহার আধো আধো অধোশশী,
শোভা দিল বড়ো মিলিয়া বসি,
আধো জটাজূট গঙ্গা সরসী,
আধোই চারু কবরী রে॥
এক কানে শোভে মণিকুণ্ডল,
এক কানে শোভে ফণীমণ্ডল,
আধো অঙ্গে শোভে বিভূতি ধবল,
আধোই গন্ধকস্তুরী রে।
ভারত কবি গুণাকর রায়,
কৃষ্ণচন্দ্র-প্রেম ভকতি চায়,
হরগৌরী বিয়া হইল সায়,
সবে বল হরি হরি রে ॥
সূত্র: