কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ১২

গ্রন্থ: অন্নদামঙ্গল           


        গৌড়সারঙ্গ - দ্রুতত্রিতালী
বিধি মোরে লাগিল রে বাদে।
বিধি যার বিবাদী কী সাধ তার সাধে॥
এ বড়ো বিষম ধন্দ, যত করি ছন্দবন্দ,
ভালো ভাবি হয় মন্দ, পড়িনু প্রমাদে।
ধর্মে জানি সুখ হয়, তবু মন নাহি লয়,
অধর্মে বিবিধ ভয়, তবু তাই স্বাদে।
মিছা দারাসুত লয়ে, মিছা সুখে সুখী হয়ে,
যে রহে আপনা কয়ে, সে মজে বিষাদে,
সত্য ইচ্ছা ঈশ্বরের, আর সব মিছা ফের,
ভারত পেয়েছে টের, গুরুর প্রসাদে ॥


সূত্র: