কথা: ভারতচন্দ্র
রায়গুণাকর
গান: ১৩।
গ্রন্থ: অন্নদামঙ্গল
লুমঝিঁঝিট - একতালা
কেবা এমন ঘরে থাকিবে (জয়া)
এ দুঃখ সহিতে কেবা পারিবে॥
আপনি মাখেন ছাই, আমারে কহেন তাই,
কেবা বালাই ছাই মাখিবে।
দামাল ছাবাল দুটি, অন্ন চাহে ভূমে লুটি,
কথায় ভুলায়ে কেবা রাখিবে॥
বিষপানে নাহি ভয়, কথা কইতে ভয় হয়,
উচিত কহিলে দ্বন্দ্ব বাড়িবে।
মা বাপ পাষাণ হিয়া, হেন ঘরে দিল বিয়া,
ভারত এ দুখে ঘর ছাড়িবে॥
সূত্র: