কথা: ভারতচন্দ্র
রায়গুণাকর
গান: ১৪।
গ্রন্থ: অন্নদামঙ্গল
বিভাস-দ্রুতত্রিতালী
কী করো নরহরি ভজো রে॥
ছাড়িয়া হরির নাম কেন মজো রে॥
তরিবারে পরিণাম, হর জপে হরিনাম,
হরি ভজি পূর্ণকাম, কমলজ রে।
ভব ঘোর পারাবার, হরিনাম তরি তার,
হরিনাম লয়ে পার, হইল গজ রে।
ধর্ম অর্থ মোক্ষ কাম, এ চারি বর্গের ধাম,
বেদে বলে হরিনাম, সুখে যজো রে।
গুরুবাক্য শিরে ধরি, রহিয়াছি সার করি,
ভারতের ভূষা হরিপদরজ রে॥
সূত্র: