কথা: ভারতচন্দ্র
রায়গুণাকর
গান: ১৫।
গ্রন্থ: অন্নদামঙ্গল
সোহিনীবসন্ত-ঠুংরি
কল-কোকিল অলিকুল বকুল ফুলে।
বসিলা অন্নপূর্ণা মণি-দেউলে॥
কমল পরিমল, লয়ে শীতল জল,
পবনে ঢলঢল উছলে কূলে॥
বসন্ত রাজা আনি, ছয় রাগিণী রানি,
করিল রাজধানী অশোকমূলে॥
কুসুমে পুনঃপুন, ভ্রমর গুনগুন,
মদন দিল গুণ, ধনুক-হুলে।
যতেক উপবন, কুসুমে সুশোভন,
মধুমুদিত-মন, ভারত ভুলে॥
সূত্র: