কথা: ভারতচন্দ্র
রায়গুণাকর
গান: ১৬।
গ্রন্থ: অন্নদামঙ্গল
পূরবী-দ্রুতত্রিতালী
চলো কাশী-মাঝে সবে যাব।
অন্নদা পূজিবে, শিব দেখিবারে পাব॥
মণিকর্ণিকার জলে, স্নান করি কুতুহলে,
অন্নদামঙ্গল ছলে, হরগুণ গাব।
পাপ তাপ হবে ছন্ন, নানারস-সুসম্পন্ন,
অন্নদা দিবেন অন্ন, মহাসুখে খাব।
শিব শিব শিব কয়ে, জ্ঞানবাপী-কূলে রয়ে,
সুখে রব শিব হয়ে, কোথায় না যাব॥
শিবের করুণা হবে, দেখিব ভবানী ভবে,
ভারত কহিছে তবে, হরিভক্তি চাব॥
সূত্র: