কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ১৭।

্রন্থ: অন্নদামঙ্গল

        কানড়া-দ্রুতত্রিতালী

        হরি হরে করে ভেদ-
            নর বুঝে না রে।
        অভেদ কহে চারি বেদ॥
অভেদ ভাবে যেই, পরম জ্ঞানী সেই,
    তারে না লাগে পাপক্লেদ।
যে দেহে হরিহরে, অভেদরূপে চরে
       সে দেহে নাহি তাপ স্বেদ॥
   একই কলেবর, হইল হরিহর,
        বুঝিতে প্রেম পরিচ্ছেদ।
যে জানে দুইরূপে, সে মজে মোহকূপে,
        ভারতে নাহি এই খেদ॥


সূত্র: