কথা: ভারতচন্দ্র
রায়গুণাকর
গান: ১৯।
গ্রন্থ: অন্নদামঙ্গল
ভৈরবী-ঠুংরি
জয় শিবেশ শংকর, বৃষধ্বজেশ্বর,
মৃগাঙ্কশেখর, দিগম্বর।
জয় শ্মশান-নাটক, বিষাণবাদক,
হুতাশভালক, মহত্তর॥
জয় সুরারিনাশন, বৃষেশবাহন,
ভুজঙ্গ-ভূষণ, জটাধর।
জয় ত্রিলোককারক, ত্রিলোকপালক,
ত্রিলোকনাশক, মহেশ্বর॥
জয় রবীন্দ্রপাবক, ত্রিনেত্রধারক,
খলান্ধকান্তক, হতস্মর।
জয় কৃতাঙ্গকেশব, কুবেরবান্ধব,
ভৈরব, পরাৎপর॥
জয় বিষাক্তকণ্টক, কৃতান্তবঞ্চক,
ত্রিশূলধারক, হতাধ্বর।
জয় পিনাকপণ্ডিত, পিশাচমণ্ডিত,
বিভূতিভূষিত-কলেবর।
জয় কপালধারক, কপালমালক,
চিতাভিসারক, শুভংকর।
জয় শিবামনোহর, সতীসদীশ্বর,
গিরিশ শংকর, কৃতজ্বর॥
জয় কুঠারমণ্ডিত, কুরঙ্গরঙ্গিত,
বরাভয়ান্বিত, চতুষ্কর।
জয় সরোরুহাশ্রিত, বিধি-প্রতিষ্ঠিত,
পুরন্দরার্চিত, পুরন্দর॥
জয় হিমালয়ালয়, মহামহোময়,
বিলোকনোদয়, চরাচর।
জয় পুনীহি ভারত, মহীশ ভারত,
উমেশ পর্বতসুতাবর॥
সূত্র: