শ্রী—একতালা ।
ভবসংসারভিতরে ভবভবানী বিহরে।
ভূতময় দেহ, নবদ্বার গেহ,
নরনারী কলেবরে।
গুণাতীত হয়ে, নানা গুণ লয়ে,
দোঁহে নানা খেলা করে॥
উত্তম অধম, স্থাবর জঙ্গম,
সব জীবের অন্তরে ।
চেতনাচেতনে, মিলি দুই জনে,
দেহি-দেহরূপে চরে।
অভেদ হইয়া, ভেদ প্রকাশিয়া,
এ কী করে চরাচরে।
পাইয়াছে টের, কী করে এ ফের,
কবি রায় গুণাকরে॥