কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান:
গ্রন্থ: অন্নদামঙ্গল
        শ্রী—একতালা ।
ভবসংসারভিতরে     ভবভবানী বিহরে।
ভূতময় দেহ,         নবদ্বার গেহ,
        নরনারী কলেবরে।
গুণাতীত হয়ে,     নানা গুণ লয়ে,
        দোঁহে নানা খেলা করে॥
উত্তম অধম,         স্থাবর জঙ্গম,
        সব জীবের অন্তরে ।
চেতনাচেতনে,     মিলি দুই জনে,
        দেহি-দেহরূপে চরে।
অভেদ হইয়া,     ভেদ প্রকাশিয়া,
        এ কী করে চরাচরে।
পাইয়াছে টের,     কী করে এ ফের,
        কবি রায় গুণাকরে॥

গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।