কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ২০।

্রন্থ: অন্নদামঙ্গল

      ঝিঁঝিট-ঝাঁপতাল

জয় কৃষ্ণ কেশব,     রাম রাঘব,
    কংসদানব-ঘাতন।

জয় পদ্মলোচন,     নন্দ-নন্দন,
    কুঞ্জকানন রঞ্জন

জয় কেশি-মর্দন,     কৈটভার্দন,
    গোপিকাগণ-মোহন।
জয় গোপবালক, বৎসপালক,
    পুতনাবক-নাশন॥
জয় গোপ-বল্লভ,    ভক্ত-সল্লভ,
    দেবদুর্লভ-বন্দন।
জয় বেণু-বাদক,    কুঞ্জ-নাটক,
    পদ্মনন্দক-মণ্ডন॥
জয় শান্তকালিয়,     রাধিকাপ্রিয়,
    নিত্যনিষ্ক্রিয়-মোচন।
জয় সত্য চিন্ময়,    গোকুলালয়,
    দ্রৌপদীভয়ভঞ্জন॥
জয় দৈবকীসুত,    মাধবাচ্যুত,
    শংকরস্তুত বামন।
জয় সর্বতোজয়,    সজ্জনোদয়,
    ভারতাশ্রয়, জীবন॥


সূত্র: