কেদারা – দ্রুত ত্রিতালী ভুলো নারে ওরে নর, শংকর সার করো, শমনেরে কেন ডরো॥ দূর হবে পাপ, চূর হবে তাপ, গঙ্গাধরে ধ্যানে ধরো। শংকর শংকর, এ তিন অক্ষর, মালা করি গলে পর॥ এ ভবসাগরে, না ভজিয়া হরে, কেন মিছা ডুবি মর । ভারতের মত, শুনরে ভকত, ভব ভজি ভব তরো॥