কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ২২
          শংকরা – দ্রুতত্রিতালী

        আমারে শংকর দয়া করো হে।
        শরণ লয়েছি শুনি দয়াকর হে॥
তুমি দীন দয়াময়,       আমি দীন অতিশয়,
তবে কেন দয়া নয়,    দেখিয়া কাতর হে।
তব পদ আশুতোষ,     পদে পদে মোর দোষ,
      জানি কেন কর রোষ, পামর উপর হে
পিশাচে তোমার প্রীতি,   মোর পিশাচের রীতি,
তবে কেন মোর নীতি     দেখে ভাবো পর হে।
ভারত কাতর হয়ে,     ডাকে শিব শিব কয়ে,
       ভবনদীপারে লয়ে দূর করো ডর হে

গ্রন্থসূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।