কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ২৫
        কালাংড়া – একতালা

        এ কী রূপ অপরূপ ভঙ্গিমা।
        চরণে অরুণরঙ্গিমা
হইতে সোঁসর,         শম্ভু হইলা হর।
        দেখি পয়োধর তুঙ্গিমা
থাকিতে অধরে,        সুধা সাধ করে,
        সুধাকরে ধরে কালিমা।
ফুলধনু তনু,             লাজে তেজে ধনু,
        দেখি ভুরুধনুবক্রিমা
রূপ অনুভবে,         মোহ হয় তবে,
        ভারত কী কবে মহিমা
 

গ্রন্থসূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।