কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ২৮
           দেওবিভাস-ঝাঁপতাল

        অভয়া দয়া করো আমারে গো।
        বিপাকে ডাকি তোমারে গো

দানব-দমনী,                শমন-শমনী,
        ভবানী ভব-সংসারে গো॥
সংকট-তারিণি,            লজ্জা-নিবারিণী,
        তোমা বিনা কবো কারে গো॥
জঠর-যন্ত্রণা,                যমের যন্ত্রণা,
        কত সব বারে বারে গো।
দয়া-দৃষ্টে চাহো,            ত্বরায় তরাহ,
        ভারতেরে ভবভারে গো॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।