মালকোশভৈঁরো-ঝাঁপতাল
ফিরিয়া চাও মা অন্নদা ভবানী।
জননি না শুনে কোথা বালকের বাণী।
ধর্ম অর্থ মোক্ষ-কাম, সাধন তোমার নাম,
বিধি হরি হর ভাবে ও পদ দুখানি।
তুমি যারে দয়া কর, অন্নে পূর্ণ তার ঘর,
না থাকে আপদ কিছু আমি ইহা জানি॥
পানপাত্র হাতা হাতে, রতন-মুকুট মাতে
নাচাও ত্রিশূলপাণি দিয়া অন্ন পানি।
ভারত বিনয় করে, অন্নে পূর্ণ করো ঘরে,
হরিভক্তি দেহো মোরে তবে দয়া জানি॥
গ্রন্থসূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
এপ্রিল ২০০১।