কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৩
গ্রন্থ: অন্নদামঙ্গল
            টোড়ী-আড়া।
        উমা দয়া কর  গো।
    বিষম শমন ভয় হরো গো॥
পাপেতে জড়িত মতি, কাতর হয়েছি অতি,
    পতিতপাবনী নাম ধরো গো॥
মা বলিয়া ডাকি ঘন, শুনিয়া দেহ মন,
 গুহ গজাননে বুঝি ডর গে॥
তুমি গো তারিণী তারা, অসারসংসারসারা,
        নানারূপে চরাচরে চর গো॥ 
রাধানাথ তব দাস, পুরাও তাহার আশ,       
        তবে ঋণিচক্র-ঋণে তরো গো॥

গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।