কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৩০

    পিলুবারোয়াঁ-ঠুংরি

কে জানিবে তারা-নাম-মহিমা গো।
        ভীম ভজে নাম ভীমা গো।
আগম নিগমে,         পুরাণ নিয়মে,
        শিব দিতে নারে সীমা গো।
ধর্ম অর্থ কাম,       মোক্ষধাম
        শিবের সেই যে অণিমা গো

নিলে তারা নাম,         তরে পরিণাম,
        নাশে কলির কালিমা গো।
ভারত কাতর,             কহে নিরন্তর,
        কী করো কৃপাবক্রিমা গো॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।