কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৩১

            মিশ্রভৈঁরো-একতালা

            গুণসাগর নাগর রায়।
            নগর দেখিয়া যায়

রূপের নাগর,                 গুণের সাগর,
            অগুরুচন্দন গায়॥
বেণি বিননিয়া,                 চূ্ড়া চিকনিয়া,
            হেলয়ে মলয় বায়॥
মৃদু মধু হাসি,                 বাজাইছে বাঁশি,
            কোকিল বিকল তায়।
ভুরুর ভঙ্গিতে,                 নয়ন-ইঙ্গিতে,
            ভারতে ফিরিয়া চায়॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।