কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৩২

           যোগিয়াভৈঁরো-রুদ্রত্রিতালী

        ওহে বিনোদ রায় ধীরে যাও হে।
        অধরে মধুর হাসি বাঁশিটি বাজাও হে॥
নবজলধর তনু,             শিখিপুচ্ছ শক্রধনু,
        পীতধড়া বিজুলিত ময়ুরে নাচাও হে॥
নয়ন চকোর মোর,         দেখিয়া হয়েছে ভোর,
        মুখসুধাকর হাসিসুধায় বাঁচাও হে॥
নিত্য তুমি খেল যাহা         নিত্য ভালো নহে তাহা,
        আমি যে খেলিতে কহি, সে খেলা খেলাও তাহা,
যে চাহনি চাও,                 সে চাহনি কোথা পাও,
        ভারত যেমন চাহে, সেইমত চাও হে॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।