কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৩৩

             খাম্বাজ-দ্রুতত্রিতালী

        এ কী অপরূপ রূপ তরুতলে।
    হেন মনে সাধ করি তুলে পরি গলে
মোহন চিকনমালা,         নানাফুলে বনমালা,
     কীবা মনোহরতর বরগুঞ্জাফলে।
বরণ কালিমা ছাঁদে,         বৃষ্টিছলে মেঘ কাঁদে,
    তড়িৎ লুটায় পায় ধরার আঁচলে

কস্তুরী মিশালে মাখি,     কবরী মাঝারে রাখি,
    অঞ্জন করিয়া মাজি আঁখির কাজলে।
ভারত দেখিয়া যারে,     ধৈরজ ধরিতে নারে,
    রমণী কী তায় যায় মুনিমন টলে॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।