বসন্তবাহার-দ্রুতত্রিতালী
কী বলিলি মালিনি ফিরে বলো বলো।
রসে তনু ডগমঘ মন টলটল॥
শিহরিল কলেরব, তনু কাঁপে থরথর,
হিয়া হইল জরোজরো আঁখি ছলছল।
তেয়াগিয়া লোকলাজ, কুলের মাথায় বাজ,
ভজিব সে ব্রজরাজ, লয়ে চলো চলো॥
রহিতে না পারি ঘরে, আকুল পরান করে,
চিত না ধৈরজ ধরে পিক কলকল।
দেখিব যে শ্যামরায়, বিকাইব রাঙা পায়,
ভারত ভাবিয়া তায় ভাবে ঢলঢল॥
গ্রন্থসূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
এপ্রিল ২০০১।