কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৩৫

             লুম-একতালা

কী মনোহর,             দেখিতে সুন্দর,
            গাঁথয়ে সুন্দর মালিকা।
গাঁথে বিনা গুনে,            শোভে নানা গুণে,
            কাম মধুব্রতপালিকা॥
        মালিনী আনিল ফুলের ভার,
        আনন্দ নন্দন বনের সার,
        বিবিধ বন্ধন জানে কুমার,
            সহায় হইলা কালিকা।
        কুসুম-আকর কিংকর তায়,
        মলয় পবন গুণ জোগায়,
        ভ্রমর ভ্রমরী গুনগুনায়,
            ভুলিবে ভূপতিবালিকা॥
        পূজিতে গিরিশ গিরিশবালা,
        বেল আমলকী পাতের মালা,
        নর-রবি-ছবি জবা উজালা,
            কমল কুমুদ মল্লিকা।
        বান্ধুলী পিউলী মালতী জাতি,
        কুন্দ কৃষ্ণকেলি দনার পাঁতি,
        গুলাব সেউতি দেশি বিলাতি,
            আচু কুরচির জালিকা।
        ধুতুরা অতসী অপরাজিতা,
        চন্দ্রসূর্যমুখী অতি শোভিতা,
        ভারত রচিল ফুলকবিতা,
            কবিতারসের শালিকা॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।