খাম্বাজ-একতালা
এ কী দেখি অপরূপ!
দেখ লো সই, ভুবন-মোহন রূপ॥
কোন পথ দিয়া, কেমন করিয়া,
আইল নাগর ভূপ।
এ জন যেমন, না দেখি এমন,
মদনমোহন কূপ॥
থাকে সব ঠাঁই, কেহ দেখে নাই,
বেদেতে কহে অনুপ।
ভারতেরে নিধি, মিলাইল বিধি,
না কহিয়ো চুপ চুপ॥
গ্রন্থসূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
এপ্রিল ২০০১।