কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৩৭

        পুরবি-ঠুংরি

    শুনো শুনো সুনাগর রায়।
   
আপনার মণিমন বেচিনু তোমায়
তুমি বাড়াইলে প্রীতি,         মোর তাহে নাহি ভীতি,
        রহে যেন রীতি, নীতি নহে বড়ো দায়।
চুপে চুপে এসো যেয়ো,     আর দিকে নাহি ধেয়ো,
        সদা এক ভাবে চেয়ো এই রাধিকায়॥
তুমি যে প্রেমের বশ,         তেঁই কইনু প্রেমরস,
        না লইয়ো অপযশ বঞ্চিয়া আমায়।
মোর সঙ্গে প্রীতি আছে, না কহিয়ো কারো কাছে,
        ভারত দেখিবে পাছে, না ভুলায়ে তায়॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।