ঝিঁঝিট-একতালা
বড়ো রসিয়া নাগর হে।
গভীর গুণসাগর হে॥
কখনো ব্রাহ্মণ ভাট ব্রহ্মচারী,
কখনো বৈরাগী যোগী দণ্ডধারী,
কখনো গৃহস্থ কখনো ভিখারি,
অবধূত জটাধর হে।
কখনো ঘেটেল কখনো কাঁড়াবি,
কখনো খেটেল কখনো ভাঁড়ারি,
কখনো লুটেরা কখনো পসারি,
কভু চোর কভু চর হে॥
কখনো নাপিত কখনো কাঁসারি,
কখনো সেকরা কখনো শাঁখারি,
কখনো তামুলি তাঁতি মণিহারি,
তেলি মালি বাজিকর হে।
কখনো নাটক, কখনো চেটক, কখনো ঘটক, কখনো পাঠক,
কখনো গায়ক, কখনো গণক, ভারতের মনোহর হে॥
গ্রন্থসূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
এপ্রিল ২০০১।