ঝিঁঝিটখাম্বাজ-দ্রুতত্রিতালী
ওহে পরানবঁধু যাই গীত গায়ো না।
তিল নাহি সহে তালে বেতাল বাজায়ো না।
তনু মোর হইল যন্ত্র, যত শির তত তন্ত্র,
আলাপে মাতিল মন মাতালে নাচায়ো না।
তুমি বল যাই যাই, মোর প্রাণ বলে তাই,
বারে বারে কয়ে কয়ে মুরখে শিখায়ো না॥
অপরূপ মেঘ তুমি, দেখি আলো হয় ভূমি,
না দেখিলে অন্ধকার আঁধার দেখায়ো না।
ভারতীর পতি হও, ভারতের ভার লও,
না ঠেলিয়া ও ভারতী ভারতে ছাড়ায়ো না॥
গ্রন্থসূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
এপ্রিল ২০০১।