কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান:
গ্রন্থ: অন্নদামঙ্গল
         মুলতান—ঠংরি ।
    আমার শঙ্কর করুণাকর গো
    নিন্দা কোরো না ত্রিভুবনে মহেশ্বর॥
কালকূট পিয়া,         বিশ্ব বাঁচাইয়া,
        মৃত্যুঞ্জয় হইলা হর।
কপালে অনল,         শিরে গঙ্গাজল,
        অনলে জলে সোঁসর॥ 
ভালে সুধাকর,         গলে বিষভর,
        সুধা বিষে বরাবর।
    ভারত কহিছে, মোরে না সহিছে,
        এ শিবে নিন্দে পামর ॥

গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।