কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৪০
 মিশ্রযোগিয়া-দ্রুতত্রিতালী

    নব নাগরী নাগর মোহনিয়া।
    রতি কাম নটী নট সোহনিয়া

কত ভাব ধরে,         কত হার করে,
    রসসিন্ধু তরে, ভব-ভারনিয়া।
নূপুর রনরন,         কিঙ্কিণি কনকন,
    ঝনঝন ঝনঝন কঙ্কণিয়া॥
লপট লটপট,         ঝপট ঝটপট,
       রচিত কচজট কমনিয়া।
কুটিল কটুতর,        নিমিষ বিষতর,
        বিষমশর শুর দমলিয়া॥
সখী সকল মিলিত,     মধুমঙ্গল গায়ত,
        ততকার তরঙ্গত সঙ্গত নাচত-
ঘন বিবিত মধুর রব,     যন্ত্র বাজাবত,
        তাল মৃদঙ্গ বনি বনিয়া।
ধিধি ধিক্কট ধিক্কট         ধিধিকট ধিধি ধেই,
        ঝিঁঝিঁতক ধিমতক ঝিমি,
        ঝমক ঝমক ঝেই,
তত তত্তত তা তা         থু থুং থেই থেই
        ভারত মানস মানসিয়া॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।