পিলুবারোয়াঁ-ঠুংরিনাগরী কেন নাগরে হেরিলে।
জানিয়া আনিয়া মণি টানিয়া ফেলিলে।
আপনি নাগর রায়, সাধিল ধরিয়া পায়,
মঙ্গল কলস হায়, চরণে ঠেলিলে।
পুরুষ পরশমণি, যারে ছোঁবে সেই ধনী,
মণি ছাড়া যেন ফণী, তেমনই ঠেকিলে।
নলিনী করিয়া হেলা, ভ্রমরে না দেয় খেলা,
সে করে কুমুদে মেলা, কী খেলা খেলিলে।
মান তারে পরিহারো, সাধি আনো আর বার,
গুমানে কী করে আর, ভারত দেখিলে॥
গ্রন্থসূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
এপ্রিল ২০০১।