কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৪৩

            পরজ-দ্রুতত্রিতালী

        কী লাগিয়া যাই যাই কহো হে।
   
প্রাণনাথ এইখানে বারো মাসে রহো হে।
বারো মাসে ঋতু ছয়,         লোকে তিন কাল কয়,
            কাল হয় একালে বিরহ হে।
কোকিলের কলধ্বনি,         ভ্রমরের গনগনি,
            প্রলয় মলয় গন্ধবহ হে॥
বিজুলি জলের ছাট,            মত্তময়ূরের নাট,
            মণ্ডুকের কৌতুক দুঃসহ হে।
মজিবে কমল-কুল,             সাজাবে মূলার ফুল,
            ভারতের এ বড়ো নিগ্রহ হে॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।