কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৪৪

       ভূপকল্যাণ-দ্রুতত্রিতালী

তোমারে ভালো জানি হে নাগর।
কহিলে বিরস হবে সরস অন্তর

যেমন আপন রীতি, পরে দেখ সেই নীতি,
ধরম করম প্রতি, কিছু নাহি ডর।
আগে ভালো বল যারে, পিছে মন্দ বল তারে,
এ কথা কহিবো কারে, কে বুঝিবে পর॥
আদর কাজের বেলা, তার পরে অবহেলা,
জান কত খেলা-দেলা, গুণের সাগর।
কথা কহ কত মতো, ভুলায়ে রাখিবে কত,
তোমার চরিত্র যত, ভারত গোচর॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।