খাম্বাজ-মধ্যমান
আলো আমার প্রাণ কেমন লো করে।
কী হইল আমারে॥
যে করে আমার প্রাণ কহিবো কাহারে॥
লুকায়ে বিপরীত কইনু, কুল-কলঙ্কিনী হইনু,
আকুল পরান মোর অকূল পাথারে।
সুজন নাগর পেয়ে, আগু পাছু নাহি চেয়ে,
আপনি করিনু প্রীতি কী দূষিব তারে॥
লোকে হইল জানাজানি, সখাগণে কানাকানি,
আপনা বেচিয়া এত সহিতে কে পারে।
যায় যাউক জাতি কুল, কে চাহে তাহার মূল,
ভারতে সে ধন্য শ্যাম ভালোবাসে যারে॥
গ্রন্থসূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
এপ্রিল ২০০১।