কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৪৬

            টোড়ি-দ্রুতত্রিতালী

        আজি ধরা গেল চোরচুড়ামণি।
        মোরা জেগে আছি সকল রমণী

ভাঙা গেল যত ভুর,         চাতুরী হইল চুর,
        এড়াইতে নারিবে এমনই॥
প্রকাশিয়া ভারিভুরি,         অনেক করেছ চুরি,
        আজি ধরি শিখাব তেমনই॥
হৃদিকারাগার ঘোরে,         বান্ধিয়া মনের ডোরে,
        গছাইব পরানে এখনই॥
সকলেরে ফাঁকি দেহ,         ধরিতে না পারে কেহ,
        ভারত না ছাড়িবে অমনই॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।