কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৪৩

            লুমঝিঁঝিট-পোস্তা

        কারে কবো লো যে দুখ আমার।
       
সে কেমনে রবে ঘরে এত জ্বালা যার॥
বাঁধা আছি কুলফাঁদে,         পরান সতত কাঁদে,
        না দেখিয়া শ্যামচাঁদে, দিবসে আঁধার।
ঘরে গুরু দুরাশয়,             সদা কলঙ্কিনী কয়,
        পাপননদিনি ভয় কত সব আর॥
শ্যাম অখিলের পতি,         তারে বলে উপপতি,
        পোড়া লোক পাপ মতি, না বুঝে বিচার।
পতি সে পুরুষাধম,         শ্যাম সে পুরুষোত্তম
        ভারতের সে নিয়ম কৃষ্ণচন্দ্র সার॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।