কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৪৮

       পিলু-দাদরা

    এ বড়ো চতুর চোর।
   
গোকুলে নন্দকিশোর॥
নারিনু রাখিতে,         দেখিতে দেখিতে,
        চিত চুরি কইল মোর।
সে দেখে সবারে,         কে দেখে তাহারে,
        লম্পট কালো কঠোর॥
ফেরে পাকে পাকে,       কাছে কাছে থাকে,
        চাঁদের যেন চকোর।
নাচিয়া গাইয়া,             বাঁশি বাজাইয়া,
        ভারতে করিল ভোর॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।