কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৪৯

          দেওবিভাস-একতালা

        মোর পরান-পুতলি রাধা।
             সুতনু তনুর আধা॥
দেখিতে রাধায়,         মন সদা ধায়,
        নাহি মানে কোনো বাধা।
রাধা সে আমার,         আমি সে রাধার,
        আর যত সব ধাঁধা॥
রাধা সে ধেয়ান,         রাধা সে গেয়ান,
        রাধা সে মনের সাধা।
ভারত ভূতলে,             কভূ নাহি টলে,
        রাধাকৃষ্ণপদে বাঁধা॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।