ঝিঁঝিট-দ্রুতত্রিতালী
চলো সবে চোর ধরি গিয়া।
রমণীমণ্ডল ফাঁদ দিয়া॥
তেয়াগিয়া ভয় লাজ, সকলে করহ সাজ,
সে বড়ো লম্পট কপটিয়া।
জানে নানা মতো খেলা, দিবস দুপুর বেলা,
চুরি করে বাঁশি বাজাইয়া॥
সে বটে বসন-চোরা, তাহারে ধরিয়া মোরা,
পীতধড়া লইব কাড়িয়া।
সদা ফিরে বাঁকা হয়ে, আজি সোজা করি লয়ে,
ভারত রহিবে পহরিয়া॥
গ্রন্থসূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
এপ্রিল ২০০১।