খটভৈরবী-দ্রুতত্রিতালী
চলো চলো যাই নীলাচলে।
(রে ওরে ভাই) ঘটাইলে বিবিধভাগ্যবলে॥
মহাপ্রভু জগন্নাথ, সুভদ্রা বলাই সাথ,
দেখিব অক্ষয়বটতলে।
খাইয়া প্রসাদ ভাত, মাথায় মুছিব হাত,
নাচিব গাইব কুতুহলে॥
ভবসিন্ধু বিন্দু জানি, পার হইনু হেন মানি
সাঁতার খেলিব সিন্ধুজলে॥
দেখিয়া সে চাঁদমুঝ, পাইব কৈবল্যসুখ,
সুধন্য ভারত ভূমণ্ডলে॥
গ্রন্থসূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
এপ্রিল ২০০১।