পিলুঝিঁঝিট-একতালা
চলো চলো সব ব্রজকুমারি।
তরু কলে গিয়া ভোট মুরারি॥
রাধা রাধা কয়ে মোহন মন্ত্রে,
নিমন্ত্রিল শ্যাম মুরলী যন্ত্রে,
কী করে কুটিল কুলের তন্ত্রে,
যাইতে হইল রহিতে নারি॥
ত্বরাপর সবে করহ সাজ,
কী করিবে মিছা ঘরের কাজ,
সাজিয়া আইল মদনরাজ,
তিলেক রহিতে আর না পারি॥
কেহ লহো পড়া পঞ্জর শুয়া,
কেহ লহো পান কর্পুর গুয়া,
কেহ লহো গন্ধ চন্দন-চুয়া,
কেহ লহো পাখা জলের ঝারি॥
সে মোর নাগর চিকনকালা,
তারে সাজে ভালো বকুলমালা,
আমি বয়ে লব পুরিয়া থালা,
ভারতচন্দ্র বলে বলিহারি॥
গ্রন্থসূত্র:
বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
এপ্রিল ২০০১।