কথা: ভারতচন্দ্র রায়গুণাকর
গান: ৫৩

    ভীমপলশ্রী-দ্রুতগামী

        জানকী-জীবন রাম।
        নবদুর্বাদলশ্যাম

ভবপারাবারে,         পার করিবারে,
        তরণি রামের নাম॥
চারু জটাজুট,         রচিত মুকুট,
        তাহে বনফুলদাম॥
হাতে শরাসন,         দক্ষিণে লক্ষণ,
        ধ্যানে সুখমোক্ষধাম॥
হনুমান সঙ্গে,         পুলকিত অঙ্গে,
        ভারত করে প্রণাম॥


গ্রন্থসূত্র:

বাঙালির গান। দুর্গাদাস লাহিড়ি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১।