খট-দ্রুতত্রিতালী
মহাদেব আঁখি ঢুলু ঢুলু।
সিদ্ধিতে মগন বুদ্ধিশুদ্ধি হইল ভুল॥
নয়নে ধরিল রঙ্গ, অলসে অবশ অঙ্গ,
লটপট জটাজুট গঙ্গা হলথুল॥
খসিল বাঘের ছাল, আলুখালু হাড়মাল,
ভুলিল ডমরু শিঙা পিনাক ত্রিশূল।
হাসি হাসি উত্তরোল, আধো আধো আধো বোল,
ন-ন্ন নন্দি-নন্দি আ-আ-আ-ন-ন্ন-নকুল॥
ভারতের অনুভবে, ভাঙ্গে কি ভুলবে তবে,
ভবানী ভাবেন ভব ভাবভরাকুল॥