কথা: ভারতচন্দ্র
রায়গুণাকর
গান: ৮।
গ্রন্থ - অন্নদামঙ্গল
বসন্ত - দাদরা
জয় জয় হর রঙ্গিয়া।
করবিলসিত নিশিত পরশু, অভয় বর কুরঙ্গিয়া॥
লক্লক্ ফণী জটা-বিরাজ,
তক্তক্তক্ রজনি রাজ,
ধক্ধক্ধক্ দহন সাজ, বিমল চপল গঙ্গিয়া।
ঢুলুঢুলুঢুলু নয়ন লোল,
হুলুহুলুহুলু যোগিনী-বোল,
কুলুকুলুকুলু ডাকিনী রোল, প্রমদ প্রমথসঙ্গিয়া ॥
ভভম্ ভবম ববম্ ভাল,
ঘন বাজে শিঙা ডমরু গাল,
রুদ্রতালে তাল দেয় বেতাল,
ভৃঙ্গি নাচে অঙ্গ ভাঙিয়া ।
সুরগণ কহে জয় মহেশ,
পুলকে পুরিল সকল দেশ,
ভারত যাচত ভকতিলেশ, সরস অবশ অঙ্গিয়া ॥
সূত্র: