বিষয় : আব্দুল লতিফের গান
গান সংখ্যা:

শিরোনাম:
নতুন নতুন বান্ধনা গান ও কবিয়াল ভাই

পাঠ ও পাঠভেদ:

নতুন নতুন বান্ধনা গান ও কবিয়াল ভাই

নতুন দিনের ছবি আঁক শিল্পী সোনা ভাই রে

কেহ থাইকো না আর বসে

 

শক্ত হাতে লাঙ্গল ধর

পতিত জমি আবাদ কর

যে যার আপন কাজটি কর

দেশের মানুষ ভাই রে

কেহ থাইকো না আর বসে

 

বিজ্ঞানী ভাই নিত্য নতুন কর আবিষ্কার

বিশ্ববাসী সবায় যেন দেইখা মানে হার রে

দেইখা মানে হার রে

 

আছো যারা ইঞ্জিনিয়ার

যন্ত্র বানাও এদেশ গড়ার

নতুন মন্ত্রে দেশের সেবা

কর ডাক্তার ভাই রে

কেহ থাইকো না আর বসে